English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ২০:১৬

হামলার শিকার ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক
হামলার শিকার ওয়াসিম

পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আকরাম ভারত ভিত্তিক এক টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন। গতকাল রোববার রাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে এ ঘটনা ঘটে।

জি নিউজ, ইএসপিএন ক্রিকইনফো সূত্রে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে বিরাট কোহলির অতিমানবীয় ইনিংস বিশ্লেষণে নিজের মতামত দিচ্ছিলেন সাবেক এ পাকিস্তানি পেসার। ওই সময় হঠাৎ তাকে আক্রমণ করতে এগিয়ে আসেন কয়েক জন। লাইভ টেলিভিশনের পর্দায় দেখা যায়, এর মধ্যে এক জন তার টেবিলের সামনে রাখা মাইক কেড়ে নেন। তাতে ভীতসন্ত্রস্ত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন তিনি।

হঠাৎ ওয়াসিম আকরামের ওপর কেন এমন আক্রমণ করা হলো সে ব্যাপারে মুখ খোলেননি নিউজ চ্যানেল ‘আজ তাক’ কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে টুইটারে ওই চ্যানেলের স্পোর্টস এডিটর বিক্রান্ত গুপ্তা বলেন, বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। ওয়াসিম আকরামের সঙ্গে ভুলভাল কোনও কিছু হয়নি। কয়েক জন শুধু তার ক্যামেরায় বাধা দিয়েছেন। এই যা মাত্র।

মুম্বাইয়ে ওই লাইভ অনুষ্ঠানে ওয়াসিম আকরামকে প্রশ্ন করছিলেন বিক্রান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আকরাম। ওই সময়ই কয়েক জন সম্প্রচার বন্ধ করতে এগিয়ে আসেন। ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

পাকিস্তানের নারী ক্রিকেটার সানিয়া খান টুইট করেছেন, আশা করি ওয়াসিম আকরাম ভালো আছেন, নিরাপদে আছেন। লাইভ সম্প্রচারে যা ঘটল তা সত্যিই খুব বিরক্তিকর।

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল বলেন, ভারতে ওয়াসিম আকরামের ওপর যে ঘটনা ঘটেছে তা খুবই ভয়ানক। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।