English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৭:৩৯

বিরাট জ্বলে ওঠার কারণ আনুশকা শর্মা!

অনলাইন ডেস্ক
বিরাট জ্বলে ওঠার কারণ আনুশকা শর্মা!

নিজের সুপার ফর্ম সম্পর্কে মুখ খুললেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি। রোববার অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে ভারতকে সেমিফাইনালের টিকিট দেয়ার পর বিরাট কোহলি বলেন তার ফর্মে থাকার কাহিনী।

তিনি যখন ফর্মে থাকেন তখনও সেই আনুশকা শর্মাকে নিয়ে তৈরি করা হয় হাস্য-রসাত্মক ট্রল। এরপর তা ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না ভারতের এই ব্যাটিং জিনিয়াস।

সোমবার বিকেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি টুইট করেন বিরাট কোহলি।

টুইটে বিরাট বললেন, ‘যারা অবিরতভাবে আনুশকা শর্মাকে নিয়ে ট্রল বানায় তাদের জন্য লজ্জা। আনুশকার জন্য কিছুটা সমবেদনা রাখুন। কারণ, সে সব সময়ই আমাকে ইতিবাচকভাবে সমর্থন দিচ্ছে।’ টুইটের সঙ্গে ‘শেইম’ লেখা বড় একটি ছবি ছিলো।