English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ২৩:৫৪

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে প্রতিটি ম্যাচেই ভালো নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছিলেন আফগান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকেও আফগানিস্তানের বিপক্ষে জিততে বেশ কষ্ট করতে হয়েছিল। তবে কাঙ্খিত জয় বারবারই হাত ছাড়া হয়েছে আফগানদের কাছ থেকে।  আজ ক্যারিবীয়ানদের ৬ রানে হারিয়ে এক ঐতিহাসিক জয় পায় আফগানরা।

শুরুতে ব্যাটিং করে আফগানিস্তান মাত্র ১২৩ রান করতে সমর্থ হয়।  ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলোয়ারদের কাছে রানটি নিতান্তই কম মনে হয়েছে। কিন্তু বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছে ১১৭ রানে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তৃতীয় আসরে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়া আফগান বীরেরা।

দুই আফগান স্পিনার মোহাম্মদ নবী ও রশিদ খানের দারুণ বোলিংয়ের সামনে বড় কোনো ইনিংসই খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৮ রান এসেছে ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে। ২২ রান করেছেন ওপেনার জনসন চার্লস। ১৮ রান করেছেন দিনেশ রামদিন। আফগানিস্তানের পক্ষে চার ওভার বল করে ২৬ রানের বিনিময়ে দুটি করে উইকেট পেয়েছেন নবী ও রশিদ।

এরআগে ব্যাট করতে নেমে প্রথম ১২ ওভারে মাত্র ৫৭ রান যোগ করতেই আফগানিস্তান হারিয়েছিল পাঁচটি উইকেট। শেষপর্যায়ে নাজিবুল্লাহ জাদরানের ৪০ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১২৩ রান জমা করেছিল আফগানিস্তান। চাপের মুখে দারুণ এই ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে জাদরানের হাতে।

এক নম্বর গ্রুপ থেকে শীর্ষস্থান দখল করেই শেষ চারে পা রেখেছে ক্যারিবীয়রা। গড় রান রেটের হিসাবে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে ২০১২ সালের শিরোপাজয়ীরা।