English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ২৩:২৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করল স্বাগতিক ভারত।  অস্ট্রেলিয়ার দেয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.১ ওভার খেলে জয় নিশ্চিত করে।

শেষ তিন ওভারে দরকার ৩৯ রান, হাতে ৬ উইকেট। ভারত পারবে তো? কিন্তু এই প্রশ্ন যেন ওঠাই অবান্তর। কারণ উইকেটে যে বিরাট কোহলির মতো ম্যাচ জয়ী তুখোড় ব্যাটসম্যান। হ্যাঁ, মোহালিতেও আরেকবার দেখালেন, কেন তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান। খেললেন ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস।

সোমবার রাতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ভারত সেমিফাইনালের টিকেট কাটলো কোহলির অবিশ্বাস্য এ ইনিংসে ভর করেই। কোহলিকে সঙ্গ দেওয়া অধিনায়ক ধোনি থাকেন ১০ বলে ১৮ রান করে অপরাজিত।

১৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভাল হয়নি ভারতের। প্রথম জুটিতে ওঠে ২৩ রান। ১৩ রানে ধাওয়ান ও ১২ করে রোহিত শর্মা ফিরে যান। এরপর সুরেশ রায়না ফিরে যান ১০ রান করে। তবে কোহলি- যুবরাজ মিলে ভারতকে আশা দিচ্ছিলেন। এ জুটিতে আসে ৪৫ রান। ১৮ বলে ২১ করে ফিরেন যুবরাজ।

কোহলির সঙ্গে যোগ দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত। বিশেষ করে ইনফর্ম ব্যাটসমান কোহলির দিকে। ১৮তম ওভারে ১৯ রান নিয়ে সমীকরণ কঠিন সমীকরণ অনেকটাই সহজ করে আনেন কোহলি।

শেষ দুই ওভারে ভারদের দরকার পড়ে ২০ রান। উইকেটে কোহলি ধোনির মত ব্যাটসম্যান। কিন্তু জয়সূচক শটটা ছাড়া ধোনিকে কোন কিছুই করতে দিলেন না কোহলি। নেইল কাটারের ওভার থেকে ১৬ রান নিয়ে ফেললেন। শেষ ওভারে দরকার পড়ে মাত্র ৪ রান। প্রথম বলেই চার হাঁকিয়ে ৬ উইকেটের দারুণ জয় তুলে নেয় ভারত।