English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ২৩:০৮

অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছে ভারত

বিশ্বকাপের সুপার টেনে স্বাগতিক ভারতকে ১৬১ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য ভারতকে করতে হবে ১৬১ রান।

অস্ট্রেলিয়ার ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রান করেন অ্যারোন ফিঞ্চ। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। তিনি ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান। এ ছাড়া ১৬ বলে ৬টি চারে ২৬ রান করেন ওসমান খাজা।   বল হাতে ভারতের হার্দিক পান্ডে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন যুবরাজ সিং, বুমরাহ, অশ্বিন ও নেহেরা।

হাইভোল্টেজ এই ম্যাচে আজ যারা জয় পাবে তারা সেমিফাইনালে চলে যাবে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেটে ১১২।