English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৩:৩১

নাসিরের ১২টি মোবাইল ৮০জনের বেশি বান্ধবী!

নিজস্ব প্রতিবেদক
নাসিরের ১২টি মোবাইল ৮০জনের বেশি বান্ধবী!

বিসিবি বস সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে শনিবার রাতে কলকাতার গ্র্যান্ড হোটেলে একজন সাংবাদিকের কাছে নাসির হোসেন মূল একাদশে না খেলানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ও (নাসির) খেলার বিষয়ে কেন জানি এখন মোটেই সিরিয়াস না। প্র্যাকটিসেও আসে না। তারপর সে ১২টা মোবাইল নিয়ে ঘোরে। তার আশির বেশি বান্ধবী। এই মুহূর্তে দলে তার মতো শৃঙ্খলা বিরোধী দ্বিতীয় কেউ নেই।

শনিবার কলকাতার ইডেনে বাংলাদেশ দলের বড় পরাজয়ে বিসিবি সভাপতিকে এমন সংক্ষুদ্ধ মনে হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, দেশে ফিরে ক্রিকেটের স্বার্থেই তারা সিরিয়াস কিছু অ্যাকশনে যাবেন।

উল্লেক্ষ্য, সম্প্রতি সময়ে নাসিরকে মূল একাদশের বাইরেই দেখা যায়। চলতি বছরে দলে আশা যাওয়ার মধ্যেই আছেন এই ফিনিশার। সর্বশেষ নেদারল্যান্ডস এর বিপক্ষে মাঠে নেমেছিলেন নাসির।