English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১১:২৫

‘ভারতের কাছে যেভাবে হেরেছি তা সত্যিই হতাশার’

অনলাইন ডেস্ক
‘ভারতের কাছে যেভাবে হেরেছি তা সত্যিই হতাশার’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিবাচক অনেক কিছুই দিচ্ছে বাংলাদেশকে। তবে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১ রানের ওই হার যেন জগদ্দল পাথরের মতো এখনো চেপে বসে আছে। রোববার সকাল ৯টায় দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বললেন সেটাই, ‘ভারতের বিপক্ষে আমরা যেভাবে হেরেছি সত্যিই হতাশার। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি আমরা। যা ভবিষ্যতে আমাদের যথেষ্ট কাজে দেবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দুই বোলারকে হারানোটা দলের ওপর প্রভাব ফেলেছিল বলেই জানালেন মাশরাফি। তাসকিনের নিষেধাজ্ঞার ব্যাপারটা পুরো দলের জন্যই এসেছিল বিরাট ধাক্কা হয়ে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিন ও সানির নিষেধাজ্ঞাটা দলকে চাপে ফেলে দিয়েছিল। তামিমও ওই ম্যাচটা খেলতে পারল না। সব মিলিয়ে আমরা খুব বড় ধরনের চাপে পড়ে গিয়েছিলাম। তারপরেও ওই ম্যাচে আমরা ভালোভাবেই ছিলাম।’মাশরাফির বলেন, ‘তাসকিন যে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে, এটা আমরা ভাবতেও পারিনি। কেবল আমরা নই, অন্যান্য দেশের বিশেষজ্ঞরাও খুব অবাক হয়েছে এতে।

নাসির হোসেনকে না খেলানো কারণ জানালেন মাশরাফি। তিনি বলেছেন, টিম কম্বিনেশনের ব্যাপারটা কারও একক সিদ্ধান্ত নয়, ‘সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, কেমন দল হবে। এটা কারও একক সিদ্ধান্ত নয়। নাসিরকে খেলানো হয়নি টিম কম্বিনেশন ঠিক রাখতেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি নাসির দুর্দান্ত একজন খেলোয়াড়। আশা করব, সে নিজের খেলাটাকে আরও উন্নত করবে।’