English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১০:০০

দেশে ফিরল মাশরাফিরা

ষ্টাফ রিপোর্টার
দেশে ফিরল মাশরাফিরা

ষষ্ঠ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সুপার টেনের চারটি ম্যাচের লড়াই করেও সবগুলোতেই হেরে খালি হাতেই ফিরল টাইগাররা।

রোববার সকাল ৯টায় এয়ারওয়েজের বিমানে ঢাকা পৌঁছায় বাংলাদেশ দল। এশিয়া কাপের ফাইনাল খেলে ভারত যাওয়ার পর বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। নেদারল্যান্ডস এবং ওমানকে হারিয়ে সেই যোগ্যতা অর্জন হয়েছিলও। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। মূল পর্বে ওঠার পর লক্ষ্য ছিল সেমিতে ওঠার জন্য লড়াই করা।

অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ দুটি হেরেছে বাংলাদেশ। ওই দুটি ম্যাচে জয় পেলে সেমির সম্ভাবনা টিকে থাকতো। ভারতের কাছে শেষ তিন বলের তিন উইকেটে হার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি দুঃখ ভারাক্রান্ত স্মৃতি হয়ে থাকবে। নিজেদের শেষ কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের লজ্জাজনক পরাজয় দিয়েই শেষ হলো বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন।