English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৯:৩৫

শেষটিতেও হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
শেষটিতেও হারলো বাংলাদেশ

হার দিয়েই বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৫ রানে হেরেছে মাশরাফিরা। নিউজিল্যান্ডের ১৪৫ রানের জবাবে বাংলাদেশ অলআউট ৭০ রানে। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৫.৪ ওভারে ৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন শোভাগত হোম। এছাড়ও ১২ রান করেছেন সাব্বির রহমান আর ১১ রান করেছেন মোহাম্মদ মিথুন। এরমধ্যে আর কেউ পারেনি দুই অঙ্কের কোঠায় পৌছাতে। শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য একটি বর পরাজয় বটে। সেখানে শুধু ওপেনারই নয় সবাই ব্যাটিংয়ে সবাই ব্যার্থ। আর সাফল্য বলতে মুস্তাফিজ কেননা, টি-২০ বিশ্বকাপে একাই নিয়েছেন ৫ উইকেট। কিন্তু এই সাফল্যটা রঙিণ হলো না পরাজয়ে।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে খেলা দলটি অপরিবর্তিত রেখেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল কিউইদের। প্রথম ৩ ওভারেই ২৩ রান তুলে ফেলেছিলেন কেন উইলিয়ামন ও হেনরি নিকোলস।

তবে অবস্থা বদলে যায় চতুর্থ ওভারে মুস্তাফিজ বল হাতে এলে। ওভারের ষষ্ঠ বলে নিকোলসকে বোল্ড করেন এই কাটার। ১১ বলে ৭ রান করেন নিকোলস। কলিন মুনরো ও কেন উইলিয়ামসন জুটি মিলে সংগ্রহ করেন ৩২ রান। মাশরাফি-সাকিবরা তেমন কোনও প্রভাব ফেলতে পারছিলেন না এই দুই ব্যাটসম্যানের উপর। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মুস্তাফিজ। নিকোলসকে কাটারে ফেরালেনও উইলিয়ামসকে স্লোয়ারে বোল্ড করেন ক্রিকেটেরে বিস্ময়বালক মুস্তাফিজ। ৩২ বলে ৪২ রান করেন কিউই দলপতি।

বেশ কিছুক্ষণ ধৈর্য্য ধরে খেলা কলিন মুনরো খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। মাহমুদউল্লাহর করা আগে ওভারে একটি চার ও ছয় মেরে বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন এই ব্যাটসম্যান। আল আমিনের পরের ওভারেও লং অনের উপর দিয়ে বিশাল ছয় মেরেছিলেন। তবে পঞ্চম বলে মুনরোকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান আল আমিন। ৩৩ বলে ৩৫ রান করেন মুনরো।

এরপর এসেই ফিরে যান কোরে অ্যান্ডারসন। মাশরাফির বলে বোল্ড হবার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটসম্যান। মুস্তাফিজুরের তৃতীয় শিকার হয়ে কিছুক্ষণ বাদে ফিরে যান গ্রান্ট এলিয়ট। এই ম্যাচে বেশি কিছু করতে পারেননি রস টেলরও। ২৪ বলে মাত্র ২৮ রান করে আল আমিনের বলে মোহাম্মদ মিথুনকে ক্যাচ দেন বষীয়ান এই ক্রিকেটার। শেষ ওভারে ২ উইকেট নিয়ে টি২০ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন মুস্তাফিজ।

এদিকে, বিশ্বকাপে সুপার টেন পর্বে (মূল পর্বে) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভাল খেলেও হারতে হয়েছে টাইগারদের। তৃতীয় ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়ে মাত্র এক রানে হারে মাশরাফির দল। আগের একটি ম্যাচেও জয়ের স্বাদ নিতে না পারা বাংলাদেশ দল শনিবার জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল। কিন্তু জয়ের বদলে বড় ব্যবধানে হার সঙ্গী হলো মাশরাফিদের।