English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ২০:১০

টস জিতে ফিল্ডিংয়ে ক্যারিবীয়ানরা

অনলাইন ডেস্ক
টস জিতে ফিল্ডিংয়ে ক্যারিবীয়ানরা

প্রথম দুই ম্যাচ জিতে বেশ ভালো অবস্থায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আজ গলার কাটা হয়ে বেজে থাকা প্রোটিয়াদের হারাতে পারলেই সেমি নিশ্চিত হয়ে যাবে ড্যারেন স্যামি-ক্রিস গেইলদের।

অপরদিকে একটি জয় এবং একটি পরাজয়ের কারণে কোণঠাসা অবস্থায় দক্ষিণ আফ্রিকা। নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে হাশিম আমলা-এবি ডি ভিলিয়ার্সদের।

এমনই এক সমীকরণের ম্যাচে মুখোমুখি দু’দল নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের শুরুতেই টস ভাগ্য গেলো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। তবে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।