English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ১৭:২২

দেশে ফিরেছেন তাসকিন

অনলাইন ডেস্ক
দেশে ফিরেছেন তাসকিন

আইসিসির নিষেধাজ্ঞার কারণে ভারতে চলমান আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরতে হলো বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে।

আজ শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের এই পেস সেনসেশন। এর আগে গত বুধবার একই কারণে দেশে ফিরেন স্পিনার আরাফাত সানিও।

এরপর বুধবার তাসকিনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিভিউ আবেদন করলেও এর শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ না করেই তাসকিনকে দেশে ফিরতে হলো।   গত ৯ মার্চ ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুই বোলার আরফাত সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রায় দেন ম্যাচের কর্মকর্তারা।