English Version
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ০৯:৪৬

ফুটবল প্রেমীদের কাঁদিয়ে চলে গেলেন ইয়োহান ক্রুইফ

অনলাইন ডেস্ক
ফুটবল প্রেমীদের কাঁদিয়ে চলে গেলেন ইয়োহান ক্রুইফ

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মেনে, না ফেরার দেশে চলে গেলেন নেদারল্যান্ডসের কিংবদন্তী খেলেয়াড় ইয়োহান ক্রুইফ। ৬৮ বছর বয়সে সারাবিশ্বের ফুটবল প্রেমীদের কাঁদিয়ে মৃত্যুবরণ করলেন বার্সেলানার এই সাবেক খেলোয়ার।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে স্পেনের বার্সেলোনায় ২৪ মার্চ ২০১৬ তারিখে মৃত্যুবরণ করেন।ক্রুইফ নেদারল্যান্ডের হয়ে ৪৮ ম্যাচে ৩৩টি গোল করেছেন। ক্রুইফ নেদারল্যান্ডের প্রথম ফুটবলার যিনি আর্ন্তজাতিক ফুটবল ম্যাচে লাল কার্ড পেয়েছেন। তিনি ফিফা মনোনীত ফিফা ১০০ তালিকাতে স্থান করে নিয়েছেন।

২৫ এপ্রিল ১৯৪৭ সালে আমস্টারডামে জন্মগ্রহণ করে ফুটবল খেলোয়ার ও কোচ হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ। তিনি ইয়ুহান ক্রুইফ নামে সমধিক পরিচিত। ১৯৭১, ১৯৭৩ এবং ১৯৭৪ সালে সর্বমোট তিনবার তিনি ইউরোপ সেরা ফুটবলার ব্যালন ডি অর এ ভূষিত হন। এছাড়াও তিনি ফিফা মনোনীত ফিফা ১০০ তালিকাতে স্থান করে নিয়েছেন। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তার নামটি বহুলভাবে উচ্চারিত হয়।   তার ওয়েবসাইটে থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বরা হয়, ২৪ মার্চ ৬৮ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে হেরে মৃত্যুবরণ করেছেন ক্রুইফ। এসময় তার পরিবার পাশেই ছিল।’ এই সময় তার পরিবারকে বিরক্ত না করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।