English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৯:৪১

আগামীকাল দেশে ফিরছেন তাসকিন

অনলাইন ডেস্ক
আগামীকাল দেশে ফিরছেন তাসকিন

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ভারত থেকে আগামীকাল দেশে ফিরছেন শুক্রবার।

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত ১৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। সানির বিষয়টি মেনে নিলেও, তাসকিনের ব্যাপারে ঘোর আপত্তি ছিল বিসিবির। তাই তাসকিনকে ব্যাঙ্গালুরুতেই রেখে দেয় বিসিবি। এরপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য আইসিসির কাছে আবেদন করে কিন্তু বিসিবির সেই আবেদন খারিজ করে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখে।   এদিকে আজ বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে বেঙ্গালুরু ছাড়েছে বাংলাদেশ দল। দলের সঙ্গেই কলকাতা যাবেন তাসকিন। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তরুণ পেস বোলার।   উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। এর পরদিন আনুষ্ঠানিকভাবে তাদের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলে আইসিসিও।   এরপর গত ১২ মার্চ সানি ও ১৫ মার্চ তাসকিন চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসেন। সানির পরীক্ষার ফলাফল এক সপ্তাহ পর দিলেও তাসকিনের ফলাফল পাওয়া যায় চার দিনের মাথায়। এতে নিষিদ্ধ হন দু’জনই।