English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ০৯:২৪

শ্বাসরুদ্ধ কর ম্যাচে এক রানে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
শ্বাসরুদ্ধ কর ম্যাচে এক রানে হারল বাংলাদেশ

সাকিব আগেই বলেছেন ম্যাচটি স্বরণীয় করে রাখতে চায় বাংলাদেশ সেটা হলো তবে টাইগার ভাক্তদের মনভারেনি। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভারতের কাছে এক রানে হারল বাংলাদেশ। বুধবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের দেয়া ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস। কয়েকবার আশা জাগিয়েও শেষ পর্যন্ত জয় থেকে মাত্র এক রান দূরে থামে বাংলাদেশ। কিন্তু জয়ের জন্য যে এক রানও অনেক।

বারবার রং পাল্টানো ম্যাচে বেশ কয়েকবারই লাগাম ছিল টাইগারদের হাতে। কিন্তু ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে আউট হন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। কার্যত তখনই শেষ হয় বাংলাদেশের স্বপ্ন। তবু আশা ছিল শেষ বলে এক রান নিতে পারলে সুপার ওভারে যাওয়ার। তবে মহেন্দ্র সিং ধোনির রানআউটের শিকার হন শুভাগত। এতে শেষ হয় এবারের বিশ্বকাপে সবচেয়ে শ্বাসরুদ্ধ ম্যাচটি।