English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৬ ১৪:৫৬

ভারতের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ দল

বিশ্বকাপ টি-টোয়েন্টির সুপার টেনে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে রীতিমতো ব্যাকফুটে টাইগাররা। প্রথম দু’ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরেগেছে যায় বাংলাদেশ। তার ওপর আবার আরাফাত সানী ও তাসকিন আহমেদের নিষেধাজ্ঞা টাইগারদের মনবল ভেঙ্গে দিয়েছে। এমন পরিস্থিতি আজ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের স্বাগতিক ভারতের বিরুদ্ধে মাঠে নামছে মাশরাফিরা। 

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গাজী টিভি, মাছরাঙা, বিটিভি ও স্টার স্পোর্টস  খেলাটি সরাসরি সম্প্রচার করবে ।   অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফিরেছেন কাটার বয় মুস্তাফিজুর রহমান। ওই ম্যাচে পেটের পীড়ায় ভোগা তামিম ইকবালও আজ দলে ফিরবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তারপরও ভারতের বিপক্ষের এই ম্যাচে দলে আজ একটি বা দুটি পরিবর্তন আসতে পারে।   ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।   বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. সাকিব আল হাসান ৫. মুশফিকুর রহিম ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. নাসির হোসেন ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. আল-আমিন হোসেন ১০. মুস্তাফিজুর রহমান ১১. সাকলাইন সজীব।