English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৬ ০৮:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো পাকিস্তান। তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৮১ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড।

মার্টিন গাপটিলের ঝড়ো ৮০ রানের ইনিংসের উপর ভর করে ১৮০ রান করে কিউইরা। এছাড়া টেইলর অপরাজিত ছিলেন ৩৬ রান নিয়ে।

১৮১ রানের টার্গেটে খেলতে নেমে জয়ের জন্য আসল কাজই শুরু করেন শারজিল। পাওয়ার প্লের ফায়দা নিতে প্রথম থেকেই তিনি কিউই বোলারদের ওপর চড়াও হন। শাহজাদের যোগ্য সঙ্গ নিয়ে ঝড় তোলেন তিনি। মাত্র ২৪ বলে করেন ৪৭ রান। অর্ধশতক থেকে মাত্র ৩ রান দূরে থাকা অবস্থায় তাকে ফেরান অ্যাডাম মিলনি। উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে ফিরে যান তিনি। শারজিল ঝড়ে পাকিস্তানের উদ্বোধনী টি ২০ তে ১০ ম্যাচ পর অর্ধশতক উপহার দেয়। শারজিল ফেরার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৫। শারজিলের ফেরার পর মাঠে নামেন খালিদ লতিফ।

শাহজাদকে যোগ্য সঙ্গ দেয়ার বদলে ৭ বলে মাত্র ৩ রান করেই ফেরেন তিনি। শারজিলের পর আর বড় কোনও ইনিংস গড়তে পারেননি পাক ব্যাটসম্যানরা। অপর ওপেনার আহমেদ শাহজাদের ৩০ আর আকমলের ২৪ রান ছাড়া বড় কোনও ইনিংস নেই আফ্রিদি ও শোয়েব মালিকদের ঝুলিতে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সমর্থ হয় পাকিস্তান দল। আর এই হারের মধ্য দিয়ে এক অর্থে বিশ্বকাপ মিশন থেকেই ছিটকে পড়েছে পাকিস্তান। কিউইদের পক্ষে মিশেল সেন্টনার এবং অ্যডাম মিলনি ২টি করে উইকেট নেন।