English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২৩:১৪

লড়াই করছে টাইগাররা

অনলাইন ডেস্ক
লড়াই করছে টাইগাররা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৭ রানের পুজি নিয়ে লড়াই করছে তাসকিন-তামিম বিহীন টাইগাররা।  ‘ডু অর ডাই’ ম্যাচে জবাব দিতে নেমে ঝড়ো ব্যাটিং করতে থাকেন ওসমান খাজা।  অস্ট্রেলিয়ার পক্ষে খাজা ৫৮ রান, ওয়াটসন ২১ রান সংগ্রহ করেন আউট হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬.৩ ওভারে ১৪১ রান ৫ উইকেট হারিয়ে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৯ বলে ৪৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহর অসাধারন ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

সোমবার রাতে টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমেই ২ উইকেট হারিয়েছে মাশরাফির দল। ওপেনার সৌম্য সরকারের পর আউট হয়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাব্বির রহমানও। তাদের দুজনের পথে হেঁটেছেন ওপেনার মোহাম্মদ মিঠুন। তবে যাওয়ার আগে ২২ বলে ২৩ রান করেছেন তিনি।

বাংলাদেশকে ভরসা দিচ্ছিল সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসানের ব্যাট। ২৪ বলে ৩৩ রান তুলার পরই ছন্দ পতন। আউট হয়ে গেছেন সাকিব। ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১২ রান। এবং নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে টাইগাররা। তখনও ক্রিজে রয়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিক জুটি।