English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৯:২৯

শিগগিরই বল করার ছাড়পত্র পাবে তাসকিন: শোয়েব

নিজস্ব প্রতিবেদক
শিগগিরই বল করার ছাড়পত্র পাবে তাসকিন: শোয়েব

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার বলেন, তাসকিনের জন্য খারাপ লাগছে। আমি আশা করছি শিগগিরই সে আইসিসির কাছ থেকে বল করার জন্য ছাড়পত্র পাবে।

সোমবার বিকেল ৪.০৮ টায় মিনিটে শোয়েব আখতার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তাসকিনের বিষয়ে শোয়েব এসব কথা বলেন।

তিনি বলেন, তাসকিনকে নিষিদ্ধ করায় তারও খারাপ লাগছে। কারণ সে বিশ্ব ক্রিকেটের সম্পদ।

এদিকে, তাসকিন আহমেদকে নিষিদ্ধ করায় আইসিসি শুধু বাংলাদেশি ক্রিকেট ভক্তদের সমালোচনায়ই পড়েনি, বিশ্বের অনেক ক্রিকেট কিংবদন্তিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে মুখর হয়েছেন। বিষয়টি কেউ-ই মেনে নিতে পারছেন না। এ নিয়ে বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বইছে। এটাকে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকে। ঘটনার পর অনেক ক্রিকেট গ্রেটই তাসকিন আহমেদকে সাহস জুগিয়েছেন।