English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৬:৫৬

তাসকিনের হাতে ধোনির মুণ্ডু ছবিটি সুমিতের

নিজস্ব প্রতিবেদক
তাসকিনের হাতে ধোনির মুণ্ডু ছবিটি  সুমিতের

টাইগার তাসকিনের হাতে ভারত অধিনায়ক ধোনির রক্তমাথা কাটা মুণ্ডু ছবিটি নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে ব্যপক ঝড় বয়েছিল। এই বিকৃত ছবিটি দেখে একে অপরকে সেইসময়ে সমালোচনা করেছে সামাজিক যোগাযোগে। এ নিয়ে গনমাধ্যমেও লেখালেখি হয়েছে বহু। তবে এটা সত্যি যে অধিকাংশই ভক্ত এ কান্ডকে অসুস্থ মানসিকতা হিসেবে চিহিৃত করেছে।

এ নিয়ে বাংলাদেশ ভারতকে এবং ভারত বাংলাদেশের ভক্তদের দোষারোপ করে আসছে। কিন্তু সব কথার অবসান হলো এই ছবির মূল কারিগর পেয়ে। এই ছবিটি কারিগর হলেন ভারতের সুমিত কুমার। তার ফেসবুক হিসেবে এমনটি মনে হচ্ছে।

এদিকে এশিয়া কাপ ফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভারত। কিন্তু সেই স্বপ্নের ফাইনাল শুরুর আগেই ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বাংলাদেশের বোলার তাসকিন আহমেদের একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গেছে।

ফটোশপের কল্যাণে ছবিটিতে দেখা যাচ্ছে তাসকিনের হাতে ভারত অধিনায়ক ধোনির রক্তমাথা কাটা মুণ্ডু। ছবিটিতে ওই ব্যাক্তি সম্ভবত বুঝাতে চেয়েছেন ফাইনালে ঠিক এমনটাই করবে বাংলাদেশ। মাঠের লড়াইয়ের সময় তথনও হয়নি । তার আগেই মাঠের বাইরের লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে।

তবে ফেসবুক দুনিয়ায় ছড়ানো ছবিটি নিয়ে অনেক মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। অনেকে এই ছবির বিরোধীতা করছেন।আবার অনেক এটিকে সাধরে গ্রহন করেছেন। অনেকেই বলছেন, এমন ছবি বানানো কোনভাবেই ঠিক হয়নি। এমনটা করা যেন অসুস্থ মানসিকতারই বহিঃপ্রকাশ।