English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ০৯:৩৫

ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, একাদশে পরিবর্তন

অনলাইন ডেস্ক
ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, একাদশে পরিবর্তন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুই দলই ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে হেরে অনেকটা বিপদের মধ্যে আছে। তাই আজকের ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া এই ম্যাচটি নিয়ে তারা বেশ সতর্ক। বেঙ্গালুরুতে আজ যদি অজিরা হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে তাদের বিদায় ঘণ্টা এক প্রকার বেজে যাবে।

বাংলাদেশের বিপক্ষের ম্যাচে আজ অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন আসতে পারে। দলে জায়গা পেতে পারেন অ্যারোন ফিঞ্চ। অন্যদিকে অ্যাস্টন আগারের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন জস হাজলেউড।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ :

১.  শেন ওয়াটসন ২. উসমান খাজা ৩. স্টিভেন স্মিথ ৪. ডেভিড ওয়ার্নার ৫. গ্লেন ম্যাক্সওয়েল ৬. মিশেল মার্শ ৭. জেমস ফকনার ৮. পিটার নেভিল ৯. নাথান নীল ১০. অ্যাডাম ভোজেস ১১. জস হাজলেউড।