English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ০৫:০০

টস হেরে ব্যাটিং শ্রীলংকা

নিজস্ব প্রতিবেদক
 টস হেরে ব্যাটিং শ্রীলংকা
টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে শ্রীলংকা। এই ম্যাচে যেই জিতবে সেমি ফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে। এমন সমীকরণকে সামনে রেখে রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এক ঝড় ওঠবে এমনটাই প্রত্যাশা দর্শকদের। শ্রীলংকার হয়ে বড় সংগ্রহ গড়ে দিতে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন দিনেস চান্দিমাল আর তিলকারত্ন দিলশান। তাদের শুরুটাও বেশ ভালো হয়েছিল। তবে ব্র্যাথওয়েটের এলবিডব্লিউর ফাদেঁ পড়ে ১০ বলে ১২ রান করেই ফিরে যান দিলশান। এর কিছু পরেই ১৭ বলে ১৬ রান করে ফেরেন চান্দিমাল। রান আউটের দূর্ভাগ্যের শিকার হন তিনি।
 
লাহিরু থিরিমান্নে দলকে খেলায় ফেরাবেন বলেই ধারণা ছিল দর্শক ও সমর্থকদের। তবে তিনিও ফেরেন খুব দ্রুত। ৭ বলে মাত্র ৫ রান করেই ফেরেন তিনি। থিরিমান্নের বিদায়ের পর দলকে পথ দেখানোর দায়িত্ব ছিল চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথিউজের ওপর। তবে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে দ্রুতই ফেরেন তিনি। করেন মাত্র ৬ রান।
 
এরপরই প্যাভিলিয়নের পথ ধরেন মিলিন্দা সিরিভারদানে। বাদরির বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার সংগ্রহ শূন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৫ উইকেটে লংকানদের সংগ্রহ ৫৪ রান।