English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ২০:৫৪

তাসকিনের নিষিদ্ধ মেনে নেবার মত নয়: মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
তাসকিনের নিষিদ্ধ মেনে নেবার মত নয়: মাশরাফি

তাসকিনের সাময়িক নিষিদ্ধের বিষয়টি যেন মেনেই নিতে পারছেন না টাইগার ক্যাপ্টেন মাশরাফি। কেনই মেনে নেবেন বা কিভাবে মেনে নেবেন? 

নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে ম্যাচের জন্য তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে দুই আম্পায়ার ভারতের সুন্দরম ও ইংল্যান্ডের রড টাকার প্রশ্ন তুলেছিলেন, আসলে সে ম্যাচে সন্দেহের কিছু খুঁজে পায়নি চেন্নাইয়ের গবেষণাগার।

শুধুমাত্র বাউন্সার দেওয়ার সময় তাসকিনের কনুই নাকি ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। অথচ ডাচদের বিরুদ্ধে ম্যাচে চার ওভারে একটা বাউন্সারও দেননি তাসকিন। তাহলে কিসের ভিত্তিতে তাসকিনকে নিষিদ্ধ করা হলো? প্রশ্ন সবার, কিন্তু উত্তর জানা নেই! 

সব কিছু জানার পরও নিরুপায় মাশরাফি তবুও সুবিচার চাইলেন আইসিসির কাছে। অশ্রুসজল নয়নে কান্না জড়িত কণ্ঠে থেমে থেমে মাশরাফি বলেন, ‘সিদ্ধান্তটা আমাদের জন্য খুবই হতাশার। আমি এখনো জানি, তাসকিনের কোনো সমস্যা নেই।

বিষয়টি বিসিবি ও আইসিসির ব্যাপার। কি হবে জানি না। সিস্টেম সম্পর্কেও আমি কিছু জানি না। আমি চাই, তাসকিনের প্রতি ন্যায়-বিচার করা হোক।’

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে মুখ থেকে যেন কথাই বের হচ্ছিল না মাশরাফির। গলা ধরে আসছিল। তারপরেও থেমে থেমে কথা বললেন, দীর্ঘ ২৫ মিনিট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ে একটা কী দুইটা প্রশ্ন ছিল, বার বার তাসকিন-সানির বিষয়টি সামনে এসেছে। কান্নাজড়িত কণ্ঠে একের পর এক উত্তর দিয়েছেন মাশরাফি।