English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৫:৫২

তামিমের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
তামিমের জন্মদিন আজ

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান এর ২৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৮৯ সালের আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ‘দি ঢাকা পোস্টের পক্ষ ডট কম’ এর পক্ষ থেকে তামিমকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের খেলায়ও দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। ওমানের বিপক্ষে চলতি বিশ্বকাপে কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবারের মতো সেঞ্চুরি করেছেন তামিম। সেই সঙ্গে বাংলাদেশি হিসেবে দ্রুত ১হাজার রানের মাইল ফলকও স্পর্শ করেন তামিম।

২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার ৫৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসটি সেদিন ভারতীয় দলের বিরুদ্ধে টাইগারদের জয়ে দারুন ভূমিকা রেখেছিলেন তামিম ইকবাল। ২০০৯ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি প্রথম টেস্ট শতক করেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম শতক করেন আয়ারল্যান্ড দলের বিপক্ষে। সর্বশেষ টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি করেন এই টাইগার ওপেনার।

২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। দক্ষিন আফ্রিকার গ্রায়েম সোয়ান ও ভারতের বিরেন্দর শেওয়াগকে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতেছিলেন।

পরিবারিক সূত্রে তামিম ক্রিকেটার ফ্যামিলির সন্তান তার মরহুম বাবা ইকবাল খানও এখন নামকরা খেলোয়াড় ছিলেন, এছাড়া তার চাচা আকরাম খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, তার ভাই নাফিস ইকবাল। আর মা আ

৯ ফেব্রুয়ারি ২০০৭ বনাম জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় তামিমের ক্রিকেট ক্যারিয়ার।