English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১০:২২

তাসকিন-সানি নিষিদ্ধ: আইসিসি’র সিদ্ধান্তে থ বাংলাদেশ

অনলাইন ডেস্ক
তাসকিন-সানি নিষিদ্ধ: আইসিসি’র সিদ্ধান্তে থ বাংলাদেশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে একই দিনে নিষিদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলের তরুন উদীয়মান পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি।

গত দশদিন যে আশায় ছিল বসতি। এই বুঝি আসে সুসংবাদ। সেই অপেক্ষায় ভারতের দিকে চেয়েছিলেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী। আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও তাসকিন আহমেদ বৈধ বোলিং করেন তা নিয়ে কোনো সন্দেহ ছিলোনা।

তবে আইসিসির দৃষ্টিতে শেষ পর্যন্ত দুজনের বোলিং অ্যাকশন অবৈধ। এই ঘোষণার পর টাইগারদের ক্রিকেট ভক্তরা হতাশ হয়ে হয়েছে।

চেন্নাইয়ের ওই বোলিং (ল্যাব) পরীক্ষাগারটি ও তার পরীক্ষার মান নিয়ে প্রশ্ন করা হলে নিজের ব্যক্তিগত কোনো মতামত দিতে অপারগতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

৯ মার্চ নেদারল্যান্ডস-এর বিপক্ষে ম্যাচে প্রথম অভিযুক্ত হয়েছিলেন দু’বোলার। ১৪ মার্চ সাকলাইন ও ১৬ মার্চ তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন চেন্নাইয়ে। এর আগে সোহাগ গাজী একইভাবে নিষিদ্ধ হয়েছিলেন। আর আল আমিন অ্যাকশন পরীক্ষায় বৈধ প্রমানিত হয়েছিলেন।