English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১০:০৭

ভারত যাচ্ছেন সাকলাইন-শুভাগত

ষ্টাফ রিপোর্টার
ভারত যাচ্ছেন সাকলাইন-শুভাগত

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া তরুণ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির জায়গায় দলে ডাক পেয়েছেন সাকলাইন সজীব ও শুভাগত হোম।

আজই রোববার তাদের ভারতে যাওয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো দলে সুযোগ পাওয়া সাকলাইন সজীব জানালেন, সুযোগ পেলে তিনি অবশ্যই ভালো করবেন। একই কথা শুভাগত হোমেরও তিনি বলে দলে অবদান রাখতে চাই।

৯ মার্চ নেদারল্যান্ডস-এর বিপক্ষে ম্যাচে প্রথম অভিযুক্ত হয়েছিলেন দু’বোলার। ১৪ মার্চ সাকলাইন ও ১৬ মার্চ তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন চেন্নাইয়ে। এর আগে সোহাগ গাজী একইভাবে নিষিদ্ধ হয়েছিলেন। আর আল আমিন অ্যাকশন পরীক্ষায় বৈধ প্রমানিত হয়েছিলেন।

এদিকে তাসকিনের জায়গায় একজন পেসার না নিয়ে কেন স্পিনার নেয়া হলো তানিয়ে সামাজিক যোগাযোগ সাইড গুলোতে তীব্র সমালোচনার ঝড় বইছে। তবে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, যেহেতু ভারতে এখন স্পিন ভালো হচ্ছে সেই জন্যই এমন নির্বাচন করা হলো। তাছাড়া আমিতো পুরো দলটিই নির্বাচন করেছি।তানিয়ে আগে তো কোনো প্রশ্ন উঠেনি।