English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৬ ১৭:৪৭

থেমে গেল সানির টি–টোয়েন্টি

নিজস্ব প্রতিবেদক
থেমে গেল সানির টি–টোয়েন্টি

বাংলাদেশ দলের আরাফাত সানির বাঁহাতি স্পিনারের পরীক্ষার ফল আজ দুপুর দেড়টার দিকে জানিয়ে দিয়েছে আইসিসি। সেই অনুসারে সানির বোলিং অ্যাকশন অবৈধ ধরা পড়েছে। 

বেঙ্গালুরুতে দলের সঙ্গে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বললেন, আইসিসি এখন শুধু ফলটাই জানিয়েছে। বোলিং করার সময় ওর হাত কত ডিগ্রি বেঁকে যায়, তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি। অবশ্য সানির বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা সংশয় ছিল দলের মধ্যেও। সেই সংশয়ই শেষ পর্যন্ত সত্যি হলো। এতে করে শেষ হয়ে গেল সানির টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সানির সঙ্গে প্রশ্ন উঠেছিল তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়েও। চেন্নাইয়ের একই পরীক্ষাগারে বাংলাদেশ দলের এই পেসার পরীক্ষা দেন ১৫ মার্চ। তাসকিনের পরীক্ষার প্রসঙ্গে আকরাম বললেন, ওর ব্যাপারে এখনো কিছু জানায়নি আইসিসি। তবে শিগগির জানিয়ে দেবে বলেছে।

এদিকে, হল্যান্ডের বিপক্ষে ম্যাচেই প্রশ্ন উঠেছিল আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। তাই ১২ মার্চ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ধর্মশালা থেকে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি।