English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৬ ১৭:২৬

তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ

নিজস্ব প্রতিবেদক
তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ

বিস্ময়কর হলেও সত্যি-তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও নাকি অবৈধ! আইসিসি থেকে এই দুঃসংবাদই জানানো হয়েছে বিসিবিকে।

তবে এ ব্যপারে নিশ্চিত করে কিছু বলতে রাজী হননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইসিসির রিপোর্ট হাতে পেলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে আরাফাত সানির সঙ্গে তাসকিনের অ্যাকশন নিয়েও সন্দেহ তোলেন আম্পায়াররা।

পরে গত ১৫ মার্চ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন।

একটি সূত্রে জানা গেছে, আজ সেই পরীক্ষার রিপোর্ট সম্পর্কেই বিসিবিকে জানিয়েছে আইসিসি। এ ব্যাপারে এখনো কিছু জানেন না বলে বেঙ্গালুরু থেকে মুঠোফোনে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান। এর আগে সকালে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনকেও সন্দেহজনক বলে জানিয়েছে আইসিসি। তাঁর বিকল্প মোটামুটি ঠিক করাই ছিল। সানির জায়গা নিতে আজ রাতেই বেঙ্গালুরু যাচ্ছেন আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।