English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১১:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যাদের সাথে লড়াই করবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যাদের সাথে লড়াই করবে টাইগাররা

ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের তিন ম্যাচের মধ্যে দু’টি আর একটিতে পয়েন্ট ভাগাভাগি করে মূলপর্বের জায়গা পেয়েছেন মাশরাফি বাহিনী। এর সুবাদে সুপার টেনে টাইগারদের প্রথম ম্যাচ হবে শক্তিশালী পাকিস্তানের

বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেনে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য এই ম্যাচ শুরুর সম্ভাব্য সময় বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা।

মূল পর্বে পরের দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ মার্চ এবং ভারতের বিপক্ষে ২৩ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে, বাংলাদেশ সময় রাত ৮টায়। এই পর্বে বাংলাদেশ তাদের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আগামী ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।