English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ০০:৪৮

তামিম ঝড়ে সুপার টেনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
তামিম ঝড়ে সুপার টেনে বাংলাদেশ

ধর্মশালার অধর্ম বৃষ্টি কথাটা বলতে আর কোনো দ্বিধা নেই। তীব্র ঠান্ডার আর বৃষ্টির প্রতিকূল পরিস্থিতিকে জয় করে ওমানকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে বাংলাদেশ। 

রোববার বাংলাদেশের পক্ষে তামিমের ব্যাট জ্বলে উঠেছে। তিনি দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে শতরান করার গৌরব অর্জন করেন। সেই সাথে নিজের ব্যক্তিগত ১ হাজার রান পূর্ণ করেন।

১৮১ রানের লক্ষ্য তাড়ার করতে নেমে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান করা ওমানের উপর বাংলাদেশী বোলোরদের মতোই চেপে বসে বৃষ্টি। দুই দফা বৃস্টি থামার পর খেলা শুরু হলে ডি/এল মেথডে ওমানের টার্গেট ঠিক করা হয়েছিল ১২ ওভারে ১২০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে সক্ষম হয়েছে ওমান। ফলে ৫৪ রানের দারুণ এক জয় নিয়ে সুপার টেনের টিকেট পায় বাংলাদেশ।