English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ০০:৪৬

সেই বৃষ্টিই থামাল বাংলাদেশকে

অনলাইন ডেস্ক
সেই বৃষ্টিই থামাল বাংলাদেশকে

আইসিসি টি-টোয়েন্টির বাছাইপর্বে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করেন ম্যাচ অফিসিয়ালরা। প্রথমে বৃষ্টির জন্য ২০ ওভারের ম্যাচ ১২ ওভারে নেমে আসে। কিন্তু খেলার মাঝপথে আবারও বৃষ্টি আসলে ম্যাচটি বাতিলের ঘোষণা দেন আম্পায়রার।

বৃষ্টির বাধা উপেক্ষা করে যখন ম্যাচটি ১২ ওভারের করা হয় তখন তামিমে ব্যাটের গর্জ শুনতে পাচ্ছি আয়ারল্যান্ড বোলাররা। মাত্র আট ওভারের বাংলাদেশের স্কোর বোর্ডে রান ৯৪। অপরপ্রান্তে সৌম্য সরকারও তামিমের ব্যাটিং দেখছিলেন। ব্যক্তিগত ৪৭ রানে তামিম ফিরে যান। এরপর শুরু হয় বৃষ্টির বাধার পরে আর কোনো বল মাঠে গড়ায় নি। ফলে আম্পায়াররা ম্যাটি পরিত্যক্ত বলে ঘোষণা করেন। 

এরআগে  আইরিশ অধিনায়ক পোটারফিল্ড টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তামিম ও সৌম্যে ওপেনিং জুটি প্রথম চার ওভারেই ৫২ রান সংগ্রহ করেন। ১৩ বলে ২০ রান করে সৌম্য আউট হয়ে গেলেও তাণ্ডব চালাতে থাকেন তামিম। তবে বিধ্বংসী শুরু করেও অর্ধশতক ছুঁতে পারেননি বাংলাদেশের এ্ই ড্যাশিং ওপেনার। ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসটি থামে আইরিশ অধিনায়ক পোটারফিল্ডের বলে ডকরেলের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে দারুণ কিছু শট খেলেন তামিম ইকবাল। ২৬ বলে ছিল তিনটি চার ও চারটি ছয়। দলীয় ৯৪ রানে সাজঘরে ফেরেন তিনি।

এদিকে ম্যাটি পরিত্যক্ত হওয়ায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায় মাশরাফি বিন মু্র্তজা হতাশা প্রকাশ করেন।

মাশরাফি বলেন, আজ আমরা ভালভাবেই শুরু করেছিলাম। আমরা যেভাবে সেরাটা খেলতে চাই আজ সেভাবেই শুরু করেছিলাম। ন্যাদারল্যান্ডের সঙ্গে সেরাটা খেলতে পারি নাই। কিন্তু আজ সেরাটা দিয়ে শুরু করেছিলাম। খেলার অনেক কিছুইতো বাকী রয়ে গেল।

মোস্তাফিজ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, মোস্তাফিজ খুব শীগগিরই আমাদের মাঝে ফিরে আসবে। আমরা চাই মোস্তাফিজ সুস্থ হয়ে আসুক। যাতে সে সেরা খেলাটাই দিতে পারে।