English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৮:২৯

বৃষ্টিতে ধুয়ে গেল নেদারল্যান্ডসের স্বপ্ন

অনলাইন ডেস্ক
বৃষ্টিতে ধুয়ে গেল নেদারল্যান্ডসের স্বপ্ন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের শুরুতে বাংলাদেশের বিপক্ষে হেরে পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। তাই দ্বিতীয় ম্যাচটি নিজেদের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে নিয়ে ছিলো দলটি। কিন্তু প্রকৃতি পরীক্ষায় অংশগ্রহনের আগেই তাদের হারিয়ে দিল। আজ বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো ডাচদের। প্রথম ম্যাচে আইরিশদের বধের ফলে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ওমান।   বাছাইপর্বের সপ্তম ম্যাচে ওমান-নেদারল্যান্ডস ধর্মশালায় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামার কথা ছিল। তবে, বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা কয়েকদফা মাঠ পরিদর্শন শেষে অফিসিয়ালি ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন।   ফলে, দুই দলকে এক পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়। বাছাইপর্বের গ্রুপপর্ব থেকেই তাদের বিদায় নিতে হলো। ওমানের বিপক্ষে এক পয়েন্ট পাওয়ায় ডাচদের এক ম্যাচ বাকি থাকতে অর্জিত হয় এই এক পয়েন্টই। আর এক পয়েন্ট পাওয়ায় ওমানের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে তিন পয়েন্ট।

এদিকে রাত ৮টায় বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ নিয়েও রয়েছে শঙ্কা। যদি বৃষ্টি না থামে তাহলে পয়েন্ট ভাগাভাগি করবেন আম্পায়ারা। ফলে ওমানের সঙ্গে বাংলাদেশের সমান ৩ পয়েন্ট হবে।