English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৮:০৪

ভেজা মাঠে মুখোমুখি ওমান নেদারল্যান্ড

অনলাইন ডেস্ক
ভেজা মাঠে মুখোমুখি ওমান নেদারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সপ্তম ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নেদারল্যান্ডস। শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি বিকেল সাড়ে ৩টায় শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হচ্ছে। এই মাঠেই রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।   এরআগে শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হারায় নবগত ওমান। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ব্যাকফুটে নেদারল্যান্ডস। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের এ ম্যাচে জয়ের বিকল্প নেই।  

ওমান একাদশে আজ যারা খেলছে: জিসান মাকসুদ, খাওয়ার আলী, আরজে রনপুরা, আদনান ইলিয়াস, মেহরান খান, আমির কালিম, আমির আলী, সুলতান আহমেদ, এবি লালচেটা, এম আনসারি, বিলাল খান।   নেদারল্যান্ড একাদশে আজ যারা খেলছে: এসজে মাইবার্গ, ডব্লিউ বারেসি, বিএন কুপার, পি ডব্লিউ বরেন, আরই ভ্যান দের মারু, পিএম সিলার, মুদাসসার বুখারি, আহসান মালিক, ভ্যান দার গুপটেন, মুকেরেন।