English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১২:০২

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পরিসংখ্যানের হিসেবে খাতা বলছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশই ফেভারিট।তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে কথা। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় সম্বল করে আজ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফি বাহিনী। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-২।

আজকের ম্যাচেও অবশ্য কাটার বয় মুস্তাফিজ খেলতে পারছেন না। তার উপর তাসকিন আহমেদ ও আরাফাত সানীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। তবে তাদের দুজনের খেলতে বাধা নেই। আজ ধর্মশালার মাঠে তিন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. নাসির হোসেন ৮. মাশরাফি মুর্তজা ৯. আল-আমিন হোসেন ১০. আরাফাত সানী ১১. তাসকিন আহমেদ।