English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ০১:৪৬

আজ সুপার টেনে উঠার মিশনে মাঠে নামছে টাইগাররা

অনলাইন ডেস্ক
আজ সুপার টেনে উঠার মিশনে মাঠে নামছে টাইগাররা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের প্রথম ম্যাচে দুর্বল ওমানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়ে এই ম্যাচের আগে আইরিশরা যেমন চাপে, তেমনি বাংলাদেশর দুজন বোলারের অ্যাকশন নিয়ে আইসিসি প্রশ্ন তোলার পর বাংলাদেশও অন্যরকম চাপের মুখে পড়ে গেছে। তবে আজ ম্যাচ জয়ের মিশন নিয়েই  মাঠে নামছে টাইগাররা।

এ ম্যাচে জিততে পারলে বাংলাদেশের সুপার টেনে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে হারলে টুর্নামেন্ট থেকেই বিদায়ের ঘণ্টা বেজে যাবে আইরিশদের। তবে আবহাওয়া পূর্বাভাস মাশরাফির কপালে ভাজ ফেলবেই। ধর্মশালায় শুক্রবার রাতে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং সে ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা ম্যাচের আগে দু’দলকেই দুশ্চিন্তায় রেখেছে।

যাই ঘটুক তা দেখতে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাঠের দিকে তাকিয়ে থাকতে হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত।