English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ০১:৩৫

হংকংকের বিপক্ষে আফগানদের সহজ জয়

অনলাইন ডেস্ক
হংকংকের বিপক্ষে আফগানদের সহজ জয়

ভারতের নাগপুরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের  ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের দেয়া ১১৭ রানের জবাব ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

এরআগে টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করে করে হংকং। জবাবে, ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আনসুমান রাথ। ৩১ বল মোকাবেলা করে তিনি অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে ওপেনার ক্যাম্পবেলের ব্যাট থেকে। ওপেনার আটকিনসন ১৬ ও কিনচিত শাহ ১১ রান করেন।

আফগানিস্তানের মোহাম্মদ নবী ৪ ওভার বল করে ২০ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন।

জবাবে ১১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার মোহাম্মদ শাহজাদ ৪১ ও নুর আলি জাদরান ৩৫ রান করেন। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ৭০ রান।  তিন নম্বরে নামা মোহাম্মদ নবী ১১ বলে ১৭ রান করে বিদায় নেন। ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান।  ১৮ ওভার ব্যাট করেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।