English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ০১:০০

ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ প্রকৃতি

অনলাইন ডেস্ক
ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ প্রকৃতি

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরই টাইগার অধিনায়ক জানিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিবারাত্রির হওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে। বৃহস্পতিবার  মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সুর মিলিয়ে কোচ হাথুরুসিংহেও দিবারাত্রির ম্যাচটি বাংলাদেশ ভিন্ন কন্ডিশনের মুখোমুখি হতে যাচ্ছে। একই সঙ্গে রয়েছে শিশির সমস্যা।

 হিমাচল প্রদেশে এই সময়ে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। সন্ধ্যার পর তার তীব্রতা আরো বাড়ে রাতে তাপমাত্রা থাকে প্রায় সাত-আট ডিগ্রি। শিশির এ সময়ে নিত্যদিনের সঙ্গী। শিশির ভেজা মাঠে তাই বল গ্রিপ করতে সমস্যা হবেই। একই সঙ্গে উইকেটও আচরণ বদলাতে পারে।   বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, ধর্মশালার উইকেট বাংলাদেশের ক্রিকেটারদের জন্যে একেবারে নতুন অভিজ্ঞা নেওয়ার মত। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। যতটুকু শুনেছি শেষ ম্যাচেও শিশির প্রভাব ফেলেছিল। এখানে স্লো এন্ড হার্ড উইকেটে খেলতে হবে ছেলেদের। আমরা ঘরের মাঠে ফাস্ট উইকেটে ভালো খেলেছি। এখানেও আমাদেরকে মানিয়ে নিতে হবে। কাজটা এতটাও সহজ না। তবে ম্যাচের শুরুতে ভালো শুরু এনে দিতে পারলে আমরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারব। বাংলাদেশের জন্য তাই আজকের ম্যাচে প্রকৃতিই বড় প্রতিপক্ষ।