English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৯:৪২

স্কটল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক
স্কটল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জিম্বাবুয়ে

আইসিসি টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের পঞ্চম ম্যাচে স্কটল্যান্ডকে ১১ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত করলো জিম্বাবুয়ে। বৃহস্পতিবার ভারতের নাগপুরে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ১৪৭ সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন শেন উইলিয়ামস। এছাড়া চিগাম্বুরা ২০, রিচমন্ড মুথুমবামি ১৯ ও ওলার করেছেন ১৩ রান। স্কটল্যান্ডের পক্ষে মার্ক ওয়াট, অ্যালাসদার ইভান্স ও সাফায়ান শরিফ নিয়েছেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ১৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ব্যারিংটন, মোমসেন ৩১ এবং ডেভী ২৪। জিম্বাবুয়ের পক্ষে হ্যামিল্টন মাসাকাদজা নেন ৪ উইকেট, চাটারা এবং ট্রিপান্নো ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা: হ্যামিল্টন মাসাকাদজা   এরআগে ৮ মার্চ প্রথম ম্যাচে হংকংকে ১৪ রানের পরাজিত করে  জিম্বাবুয়ে।