English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৮:২৪

তাসকিন-সানির বোলিং অ্যাকশনে আইসিসির সন্দেহ!

নিজস্ব প্রতিবেদক
তাসকিন-সানির বোলিং অ্যাকশনে আইসিসির সন্দেহ!

বাছাইপর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসিকে লিখিত অভিযোগ করেছেন দুই আম্পায়ার এস রবি এবং রড টাকার। 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচ বলেন, “তাদের দুজনের বিষয়ে গতকাল রাতেই অভিযোগ এসেছে। এ বিষয়ে আইসিসি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করবে।”

অর্থাৎ আগামী ১৪ দিনের মধ্যে তাদের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে এর মধ্যে বোলিং করে যেতে কোনো সমস্যা নেই এই দুই বোলারের। নিয়ম অনুযায়ী অভিযোগের ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বোলারকে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হয়।তবে সেটা হতে পারে চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল সেন্টারে। 

যদি রিপোর্টে বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণ হয় তাহলে অ্যাকশন শোধরানো না পর্যন্ত ক্রিকেটে ফিরতে পারেন না সেই বোলার। তবে কোচ জানান আগামী ম্যাচগুলোতে খেলতে সমস্যা নেই এই দুই বোলারের।