English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৭:০৮

তামিমময় ম্যাচে নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
তামিমময় ম্যাচে নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় আজ বুধবার নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টা্র্গেট দিল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডসের অধিনায়ক। শুরু থেকে সাবধানে ব্যাটিং করেন তামিম ও সৌম্য সরকার, সৌম্য ব্যাক্তিগত ১৫ রানে আউট হলেও তামিম এক প্রান্ত আগলে রেখে অপরাজিত থাকেন ৮৩ রানে। এছাড়া বাংলাদেশ দলের পক্ষে সাব্বির রহমান ১৫ মাহমুদুল্লাহ ১০,  মাশরাফি বিন মুর্তজা ৬ এবং আরাফাত সানি ৬ রান সংগ্রহ করেন।

টিম ভ্যান ডার গুগটেন ৩টি পল ভ্যান মেকারেন ২টি এবং রোয়েলফ ভ্যান ডের মারওয়ে,পিটার বোরেন ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি। 

নেদারল্যান্ডসের একাদশ: পিটার বোরেন (অধিনায়ক), স্টিফেন মাইবার্গ, ওয়েসলে ব্যারেসি (উইকেটরক্ষক), বেন কুপার, টম কুপার, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে,  আহসান মালিক, লোগান ভ্যান বিক, পল ভ্যান মেকারেন, মুদাসসার বুখারি ও টিম ভ্যান ডার গুগটেন।