English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৩:১৪

মুস্তাফিজের বিশ্বকাপে খেলা অনিশ্চিত?

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের বিশ্বকাপে খেলা অনিশ্চিত?

হিমাচল প্রদেশের ধর্মশালায় আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। কিন্তু বহুল আলোচিত পেসারকে ছাড়াই আজ খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। যদিও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। তবে অনুশীলনে মুস্তাফিজের অংশ না নেওয়া ধরে নেয়া হচ্ছে তিনি এখনো সেরে উঠেননি। এদিকে গতকালও মুস্তাফিজ নেটে বল করেননি। বরং ট্রেনার ও ফিজিওর সঙ্গে পুনর্বাসনে সময় দিয়েছেন তিনি।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুস্তাফিজের প্রসঙ্গ উঠেছিল। সেই সাথে ইনজুরিতে থাকা সাকিব আল হাসানের কথাও উঠেছে। কারো ব্যাপারে পরিষ্কার কিছু না বললেও মাশরাফির কথায় পরিষ্কার, মুস্তাফিজকে নিয়ে শঙ্কা আছে, ‘মুস্তাফিজ ভালোই ইনজুরিতে আছে। ছোটখাটো ইনজুরি থাকবেই। মুস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ও ধীরে ধীরে সেরে উঠছে। তবে বিশ্বকাপে খেলতে পারবে কীনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’   মুস্তাফিজ ইনজুরিতে ভুগছেন অনেক দিন ধরেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই সমস্যাটা প্রথম ধরা পড়েছিল। সমস্যাটা হচ্ছিল, তার মূল অস্ত্র যে স্লোয়ার-কাটার, সেটা করতে গেলেই কাঁধের একটা অংশে টান লাগছিল। সেই সমস্যার কারণে জিম্বাবুয়ে সিরিজের দুটো ম্যাচ এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পারেননি মুস্তাফিজ।   এবারের সমস্যাটা অবশ্য একেবারে নতুন। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই টের পেলেন পিঠের পাশের পেশীতে ব্যথা হচ্ছে। ফাস্ট বোলারদের জন্য ‘সাইড স্ট্রেইন’ অত্যন্ত পরিচিত একটা ইনজুরি। এ জন্য সাধারণত বিশ্রামই যথেষ্ট হয়। এখন পর্যন্ত বিসিবি পরিষ্কার কিছু না বলায় এটা বোঝা কঠিন যে, সাইড স্ট্রেইন ছাড়া আর কোনো সমস্যা আছে কি না তার।