English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৭:৩২

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই মুস্তাফিজ

 

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফিট উঁচু ধর্মশালা যে একটু ভিন্ন রকম চ্যালেঞ্জ। এত উচ্চতায় রয়েছে শ্বাসপ্রশ্বাস নেওয়ার সমস্যা। নিজেদের মানিয়ে নিতে আজ তাই সকাল ১০টা থেকে ঝকঝকে রোদে প্রায় তিন ঘণ্টা হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের ঝালিয়ে নিলেন মাশরাফিরা।

সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, এমনিতে ভারতের বেশির ভাগ জায়গা তো বাংলাদেশের মতোই। কিন্তু এখানে পুরোই অন্যরকম। কাল রাতে এমন ঠান্ডা লাগল, আজ দিনের বেলায় আবার বেশ গরম। মাঠে দৌড়ানোর সময় শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছিল। এটাই একটু চিন্তার বিষয়।

বাজে খবর আরেকটি আছে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যে প্রথম ম্যাচে খেলতে পারছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে। চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছিলেন। সেই চোট এখনো মুস্তাফিজের সঙ্গী। নেটে বাকি বোলাররা যখন বোলিং করছেন, মুস্তাফিজ একটা বল হাত নিয়ে দূর থেকে তা দেখে গেলেন। কিছুক্ষণ পর ফিজিও আর ট্রেনারের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালেন। দুজনের সযত্ন দৃষ্টির সামনে যা করলেন, পরিষ্কার বোঝা গেল সেটি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ।  সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজুরের না-খেলার কথা বলেননি মাশরাফি। তবে বাংলাদেশ দলের নেট যারা দেখেছেন, মুস্তাফিজ যে খেলবেন না এটা তাদের বোঝা হয়ে গেছে।