English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৬:৪৯

উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে উদ্বোধন করতে আসেন অধিনায়ক হেমিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দা। আজ মঙ্গলবার ভারতের নাগপুরে ম্যাচটি শুরু হয়।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ২০ রান। উইকেটে রয়েছেন অধিনায়ক মাসাকাদজা ২০ ও সিবান্দা শূন্য রান নিয়ে।
 
এবারে অংশগ্রহণকারী ১৬টি দলকে আপাতত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আটটি দল খেলছে বাছাই পর্ব। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই পর্বের খেলা। নাগপুর এবং ধর্মশালায় অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শীর্ষ আটে থাকা দলগুলো থাকছে মূল পর্বের জন্য। বাকি সেরা দুটি দল সরাসরি খেলছে বাছাই পর্বে। অন্য ৬টি দল বাছাই করে আনা হয়েছে আরেকটি বাছাই পর্ব থেকে।
 
প্রথম রাউন্ড থেকে দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব। এই পর্বের নাম সুপার টেন। বাছাই পর্বের আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং ওমানকে নিয়ে ‘এ’ গ্রুপ। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়।