English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৫:৫২

বিশ্বকাপের খেলা দেখাবে যেসব চ্যানেল

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের খেলা দেখাবে যেসব চ্যানেল

আজ থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের। দেশ-বিদেশের ক্রীড়া সাংবাদিক ও বিভিন্ন চ্যানেলের ক্যামেরার চোখ এখন ভারতীয় বিভিন্ন রাজ্যের মাঠগুলোর দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কেউ কাউকে একচুল পরিমান ছড়া দিতেও প্রস্তুত নয় কেউ। তার সঙ্গে রয়েছে স্পোর্টস চ্যানেলগুলোও।

এদিকে বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি) ও সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন এই আসরের সবগুলো খেলা সম্প্রচার করবে। বাংলাদেশের এ দুটি চ্যানেল ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বে প্রায় ১৫টি দেশে প্রায় ২৫টি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারিত হবে। 

ভারতের স্টার টিভি কর্তৃপক্ষ ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সকল ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে, তাই স্টারের কাছ থেকে অন্যান্য চ্যানেলগুলো সম্প্রচার সত্ব নিয়ে প্রচার করবে। এছাড়া অনলাইনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্টার স্পোর্টস।  মোবাইলের মাধ্যমেও খেলা দেখানোর ব্যবস্থা নিয়েছে ‘স্টার স্পোর্টস ইন্ডিয়া’। এছাড়া ‘উইলো টিভি’ নামে একটি চ্যানেলও অনলাইনে খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছে।