English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৬:০৪

ঢাকা ত্যাগ করেন মাশরাফিরা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা ত্যাগ করেন মাশরাফিরা
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দিল্লিতে যান বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেট এয়ারওয়েজে করে ঢাকা ত্যাগ করেন মাশরাফিরা।
 
এর আগে সকাল সোয়া ৮টায় মাশরাফি বাহিনী ৬নং গেট দিয়ে বিমানবন্দরে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠা।
 
জানা যায়, দিল্লি পৌঁছার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা যাবেন মাশরাফিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই বলতে গেলে মাত্র এক দিন সময় পাচ্ছে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।
 
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ০৩ এপ্রিল।