English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১১:৪০

স্বপ্নভঙ্গ টাইগারদের

নিজস্ব প্রতিবেদক
স্বপ্নভঙ্গ টাইগারদের
দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারলো না বাংলাদেশ। ভারতের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের।
 
জয়ের জন্য ১২১ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ১.১ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শুরুতে রোহিত শর্মাকে ফিরিয়ে সম্ভাবনা জাগিয়ে তোলেন টাইগার বোলার আল-আমিন হোসেন। তবে শেখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটিং দৃঢ়তায় সহজ জয় পায় ভারত।
 
তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে ধাওয়ান ৪৪ বলে করেন ৬০ রান। কোহলি ২৮ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষে এসে ম্যাচের উত্তেজনায় জল ঢেলে দেন ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি। তার ৬ বলে ২০ রানের ইনিংসে ১.১ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই ১২২ রান তুলে নেয় ভারত। এর আগে বোরবার রাতে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
 
মাহমুদুল্লাহ রিয়াদ আর সাব্বির রহমানের ব্যাটে ভর করে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে টাইগাররা। মাহমুদুল্লাহ ১৩ বলে করেন ৩৩ রান। সাব্বির ৩২ আর সাকিব করেন ২১ রান।
 
সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হয় রাত সাড়ে ৯টায়। এজন্য খেলা ৫ ওভার কমিয়ে ১৫ করা হয়। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ভারতের শেখর ধাওয়ান। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান। এনিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতল ভারত। এটি এশিয়ার কোনো দলের জন্য সর্বাধিক। পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলংকা। আর দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারল না বাংলাদেশ।