English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১৬:৩৮

ওয়াসিম আকরাম :সাবাস বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিম আকরাম :সাবাস বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে হেরে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে পড়লো পাকিস্তান ক্রিকেট দল। আর এ নিয়ে তীর্ব সমালোচনার মুখে দলটির দলনেতা শহীদ খান আফ্রিদি। যে যেভাবে পারছেন সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন দলটিতে।

তবে এবার দেশটির ক্রিকেট নিয়ে এবং আফ্রিদির প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার

ইমরান খান। তিনি এক টুইটার বার্তায় বলেন, পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের রাগের কারণটা পরিষ্কার। এশিয়া কাপ থেকে দলের এমন বিবর্ণ বিদায় আশা করেননি কেউ।

ওই বার্তায় পাকিস্তানের বিশ্বকাপজয়ী শীর্ষ তারকা ওয়াসিম আকরাম আরো বলেন, আমরা কঠিন লড়াই করলাম। তবে তা যথেষ্ট নয়। ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে। দলের ব্যাটিং পরিকল্পনাটা বোঝা গেল না। সাবাস বাংলাদেশ (ওয়েল ডান বাংলাদেশ)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানের কথার সমালোচনা করে ইমরান খান বলেন, দলে প্রতিভার কমতি নেই। কিন্তু সমস্যা এর বিন্যাসে। আর মেধাহীন পিসিবির কাছে এ নিয়ে বেশি প্রত্যাশা করা যায় না।