English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১৪:২৮

হিন্দিতে প্রশ্ন এড়িয়ে যান মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
হিন্দিতে প্রশ্ন এড়িয়ে যান মাশরাফি

ফাইনালে ওঠার পর থেকেই ভারতীয় সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে মাশরাফি বিন মুর্তজা। ভারতের বিপক্ষে মাঠের লড়াইটা আগামিকাল। তাই অধিনায়কের কথা যে বেশ গুরুত্বপূর্ণ সে দেশের গণমাধ্যমের কাছে। কিন্তু বিপত্তি অন্যখানে। ইংরেজিতে বলতে হবে। যতবারই হিন্দি বলতে গেছেন সাংবাদিকরা, সরে গেছেন মাশরাফি। 

দেশের শীর্ষ একটি গনমাধ্যমে এ বিষয়টি উঠে এসেছে। 

ইনডোরে শুক্রবার ব্যাটিং অনুশীলনটাই বেশি করলেন মাশরাফি। বের হতেই ছেঁকে ধরলো ভারতীয় গণমাধ্যম। কথা বলতে আপত্তি নেই অধিনায়কের। আপত্তি হিন্দিতে।

শুরুতেই বলে নিলেন ‘ইংলিশ প্লিজ’। ইংরেজি ছাড়া কথা বলবেন না। কিন্তু তারপরেও যখন হিন্দিতে কথা বলা শুরু করলেন ভারতীয় টেলিভিশনের এক সাংবাদিক, চট করে ক্যামেরার ফ্রেম থেকেই সরে গেলেন মাশরাফি। পরে ইংরেজিতেই শুরু হলো প্রশ্নোত্তর পর্ব।

কিন্ত আবারো মাঝখানে হিন্দিতে ফেরার চেষ্টা। যথারীতি সাড়া দিলেন না তিনি। পরবর্তীতে কলকাতার কয়েকজনে সাংবাদিক বাংলাতেই তার সাক্ষাৎকার নিলেন।