English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৯:৪০

আবারও শুরুতেই আল-আমিনের আঘাত

নিজস্ব প্রতিবেদক
আবারও শুরুতেই আল-আমিনের আঘাত

শুরুতেই আল-আমিনের আঘাতে উইকেটকীপার মুশফিকের হাতে ধরা পড়লেন পাক ওপেনার মনজুর।এর আগে টসে জিতে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয় পাকিস্তান।দুই অধিনায়কের চাওয়াতেই অনেকটা বোঝা যাচ্ছে উইকেটের সম্ভাব্য চরিত্র। এখনও পর্যন্ত এটি এবারের টুর্নামেন্টের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট। ঘাস প্রায় একেবারেই উধাও। পিচ রিপোর্টে ডিন জোন্স বললেন, ১৬০ রান করতে পারলে মোটামুটি ভালো লক্ষ্য হবে।

বাংলাদেশ দলে পরিবর্তন আছে দুটি। চোট পাওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি, উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসানের জায়গায় ওপেনার তামিম ইকবাল।

পাকিস্তান দলে পরিবর্তন একটি। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের জায়গায় এসেছেন পেস বোলিং অলরাউন্ডার আনোয়ার আলি।