English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১২:৩২

আজ মুখোমুখি খেলবে শ্রীলংকা-ভারত

নিজস্ব প্রতিবেদক
আজ মুখোমুখি খেলবে শ্রীলংকা-ভারত
এশিয়া কাপের ফাইনালে ভারত এক পা বাড়িয়ে রেখেছে। প্রথম দুই ম্যাচেই তারা টুর্নামেন্টের দুই বড় দল বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়েছে। শ্রীলংকার বিপক্ষেও আজ খেলবে ভারত। লংকানদের আজ হারাতে পারলে ফাইনাল নিশ্চিত কোহলিদের। আর ফাইনালের পথ খোলা রাখতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই শ্রীলংকার। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। শ্রীলংকার সমস্যা তাদের ব্যাটিংয়ে। একবার ভাঙন ধরলে কেউ উইকেট আঁকড়ে থাকতে পারছেন না। এশিয়ার কাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে বাজেভাবে হেরেছে শ্রীলংকা। ব্যাটিংয়ে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৯ এবং বাংলাদেশের বিপক্ষে মাত্র ১২৪ রান করে। ব্যাটিংয়ে উন্নতি করতে না পারলে আজও তাদের সমস্যায় ফেলতে পারেন আশিষ নেহরা, রবিচন্দ্রন অশ্বিনরা। ভারতের বিপক্ষে তাদের বোলিংই যা কিছুটা আত্মবিশ্বাস জোগাচ্ছে। টানা দুই ম্যাচে বড় জয়ের পরও ব্যাটিংয়ে শুরুতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ভারতকে। প্রথম ম্যাচে রোহিত শর্মা ও দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিই উদ্ধার করেছেন ধোনিকে। শক্তিশালী ব্যাটিং লাইনআপে কেউই একসঙ্গে জ্বলে উঠতে পারছেন না। মিরপুরের উইকেট নিয়ে ভারতের অভিযোগ রয়েছে। তবে তারা মানিয়ে নিয়ে ভালো খেলার জন্য প্রস্তুত। সোমবার স্পিনার অশ্বিন বলেন, উইকেট নিয়ে বিস্ময়ের কিছু নেই। যে কোনো কন্ডিশনেই খেলা হোক না কেন, আন্তর্জাতিক একটি দল হিসেবে আমাদের মানিয়ে নেয়ার সামর্থ্য থাকতে হবে। আমরা খুশি যে, ভালো অবস্থান তৈরি করেছি। এটা আসন্ন টি ২০ বিশ্বকাপের আগে আমাদের ব্যাটসম্যানদের, পেস বোলারদের এবং সবার জন্য ভালো অনুশীলন।
 
পরিসংখ্যানেও ভারত এগিয়ে। এ ম্যাচের আগে দু’দল নয়বার মুখোমুখি হয়েছে। পাঁচবার জিতেছে ভারত, চারবার শ্রীলংকা। ঢাকায় এর আগে একবারই মুখোমুখি হয়েছে দু’দল।