English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০২

সাব্বির তান্ডবে বাংলাদেশ ১৪৭

নিজস্ব প্রতিবেদক
সাব্বির তান্ডবে বাংলাদেশ ১৪৭

 

সাব্বির আহমেদের ব্যাটিং তান্ডবে বিপর্যয় সামলে শ্রীলঙ্কার সামনে বড় চ্যালেঞ্জই ছুঁড়ে দিল টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৪৭ রান। ৫৪ বলে ৮০ রান করে থামে তার রানের চাকা। মূলত তার অর্ধশতকে ম্যাচে ফিরে বাংলাদেশ। রবিবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ২ রানের মাথায় ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেসময় কুলাসেকারের এক ওভারে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে কিছুটা চাপমুক্ত করেন সাব্বির। ওই এক ওভারেই ১৮ রান করে বাংলাদেশ। কিন্তু পরের ওভারেই রান আউটের শিকার হন মুশফিকুর রহিম।

তবে সাকিবকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন সাব্বির। ১০টি চার ও তিন ছক্কায় করেন ৮০ রান। পরে চামিরার বলে জয়সুরিয়ার হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে দলীয় দুই রানের মাথায় প্যাভিলিযনে ফিরে বাংলাদেশের দুই ওপেনার। কোনো রান না করেই আউট হন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন। পরের ওভারেই কুলাসেকারার বলে ম্যাথিউসের তালুবন্দী হন সৌম্য।

 

এর আগে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার ফাইনালে উঠার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

 

চলমান এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পরের ম্যাচে আমিরাতকে হারিয়ে এখনো প্রতিযোগিতায় টিকে আছে টাইগাররা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাও।

 

এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াইয়ে ভারতের সঙ্গে যৌথভাবে রেকর্ড ৫ বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে একবারই উঠেছে বাংলাদেশ। তবু বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্স আর ঘরের মাঠে খেলা হওয়ায় আশায় বুক বেঁধেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

 

এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের পরিণতি আরো করুণ। চারটি ম্যাচের চারটিতেই সহজ জয় পেয়েছে লঙ্কানরা। তবে মাঠের খেলার কাছে পরিসংখ্যান কোনো বিষয় নয়। তাই লঙ্কানদের বিপক্ষে জয়ের টার্গেট নিয়েই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। কারণ হারলেই এক রকম নিশ্চিত হয়ে যাবে বিদায়।